The main purpose of OBCS Scholarship program is to provide fund support to the children of financially poverty-stricken families who are eager to continue their schooling and willing to be established through proper education. This type of financial support will enable a student to build a better life for himself, keep the family well and contribute to the society at large through his work.

Scholarship has been given to a Bangladeshi rural girl who is at HSC 2nd year level and studying in a college. At present, OBCS is paying the semester tuition fee for a boy studying BSc Engineering. Below are some details of these two recipients of OBCS scholarships. 

Umme Habiba, a rural girl from village Harairkandi under Titas upazila of Cumilla district has completed secondary school (SSC) in science group. Wiyth a great desire to continue her studies further, she has enrolled in higher secondary (HSC) at Jahapur KK Academy, Jahapur, Muradnagar, Cumilla. Her father is unemployed and mother is a housewife. She has three siblings and financial insecurity is a major obstacle to her continued education. On receiving scholarship from OBCS, Habiba is studying hard to move forward for higher education to have a good future. 

The strong determination of driver father Nurul Islam and housewife mother Asiya Begum is to educate their three children and establish them in the society as educated people so that they can lead a good life and contribute to the development of the society. With a very low income, a lot of hard work and debt, they are educating their children, which are remarkable and deserves appreciation. 1st child Nurun Nahar Asha has completed BSS Honors from National University and is now doing Masters. 2nd child Din Islam Akash has done Diploma in Electrical Engineering from Bangladesh Technical Education Board in 2016. Now he is working in a private company (Anwar Group) as a Sub-Assistant Engineer with a monthly salary of 12 thousand taka only. The 3rd child of these indigent parents is a grade 7 student. Din Islam Akash and his family have realized that he needs to pursue BSc Engineering for a good pay job and career building. Akash is hardworking and energetic. So he got admitted to Hamdard University (www.hamdarduniversity.edu.bd) and pursuing his BSc Engineering in EEE. But this is not possible to pay tuition fees of his university with such a meager income of a poor family. OBCS has taken the responsibility of paying his tuition fees in every semester as a scholarship and has already provided assistance for 3 semesters. 

আর্থিকভাবে অসচ্ছল পরিবারের উদ্দমী সন্তানের প্রচন্ড আগ্রহ পড়াশুনা করে শিক্ষিত হওয়া এবং যথাযথ শিক্ষা গ্রহণ করে প্রতিষ্ঠিত হওয়াএরকম ছেলেমেয়েদের বৃত্তি প্রদানের মাধ্যমে সহায়তা দেয়া এই কার্যক্রমের মূল উদ্দেশ্য। এই ধরনের আর্থিক সহায়তার ফলে একজন ছাত্র তার নিজের জন্য একটি ভাল জীবন গড়তে পারবে, সংসারকে ভালো রাখতে পারবে এবং তার কাজের মাধ্যমে বৃহত্তরভাবে সমাজে অবদান রাখার জন্য সহায়ক হবে।


OBCS বাংলাদেশের একটি মেয়েকে বৃত্তি প্রদান করেছে যে উচ্চমাধ্যমিক শ্রেণীতে অধ্যয়ন করছে।এক্ষণে বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে পড়ুয়া একটি ছেলেকে প্রতি সেমিস্টারের টিউশন ফি দিচ্ছে। তাদের সম্পর্কে বিস্তারিত নিচে লিখা হলো।    


() কুমিল্লা জেলার তিতাস উপজেলার অন্তর্গত হাড়াইরকান্দি গ্রামের মেয়ে উম্মে হাবিবা। সে SSC (Science) থেকে ভালো রেজাল্ট করে উত্তীর্ণ হয়েছে এবং HSC (Science) তে ভর্তি হয়েছে। তার কলেজের নাম জাহাপুর কে কে একাডেমি, জাহাপুর, মুরাদনগর, কুমিল্লা। বাবা কর্মহীন। ওরা চার ভাইবোন। আর্থিক অসচ্ছলতা পড়াশুনার ক্ষেত্রে একটি বড় অন্তরায়। OBCS তাকে বৃত্তি দিয়েছে যার ফলে তার পক্ষে পড়াশুনা চালিয়ে নেয়া সম্ভব হচ্ছে।


() গাড়িচালক বাবা নুরুল ইসলাম গৃহিনী আছিয়া  বেগমের কঠিন সাধনা তাদের তিন সন্তানকে পড়াশুনা করিয়ে শিক্ষিত মানুষ হিসাবে সমাজে প্রতিষ্ঠিত করা যাতে করে তারা নিজেরা ভালো জীবন যাপন করতে পারে এবং সমাজ উন্নয়নে অবদান রাখতে পারে। অত্যন্ত কম উপার্জন নিয়ে, অনেক কষ্ট ধারদেনা করে তারা সন্তানদেরকে পড়াশুনা করাচ্ছেন যা লক্ষ্যণীয় এবং প্রশংসার দাবিদার। ১ম সন্তান নুরুন নাহার আশা  বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে BSS Honours শেষ করে এখন মাস্টার্স করছে। ২য় সন্তান দীন ইসলাম আকাশ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (Bangladesh Technical Education Board) থেকে ২০১৮ সনে Diploma in Electrical Engineering করেছে। এখন সে একটি প্রাইভেট প্রতিষ্ঠানে  (Anwar Group) Sub-Assistant Engineer হিসাবে ১২ হাজার টাকা বেতনে চাকরি করছে। অসচ্ছল এই বাবামায়ের ৩য় সন্তান ৭ম শ্রেণীর ছাত্রী। আকাশ এবং তার পরিবার উপলব্ধি করেছে যে অপেক্ষাকৃত ভালো বেতনে চাকরি উন্নতি লাভের  জন্য তাকে BSc Engineering করতে হবে। আকাশ কঠোর পরিশ্রমী উদ্যমী। তাই সে চাকুরী করার সাথে সাথে BSc করার জন্য Hamdard University (www.hamdarduniversity.edu.bd) তে ভর্তি হয়েছে। অভাবী সংসারে পরিবারের এত স্বল্প আয় দিয়ে তার ইউনিভার্সিটির টিউশন ফি দেয়া সম্ভব নয়। OBCS আকাশের প্রতি সেমিস্টারের টিউশন ফি বৃত্তি হিসাবে দেয়ার দায়িত্ব নিয়েছে এবং ইতিমধ্যে ৩টি সেমিস্টারে সহায়তা প্রদান করেছে।